১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষ্যে আস্থা ফাউন্ডেশন’র উদ্দ্যেগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আস্থা ফাউন্ডেশন’র সিকদার মহলস্থ কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন এডভোকেট দেলোয়ার হোসেন, অন্যান্যদের মধ্যে সংস্থার আজীবন সদস্য, সাধারন সদস্য ও সহযোগি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন ।
সহযোগি সদস্য মোহাম্মদ ছিদ্দিকের সঞ্চালনায় উক্ত সভায় বক্তব্য রাখেন, যথাক্রমে, সহযোগি সদস্য সাদিয়া, রোকসানা, মো: শহীদ, সাধারন সদস্য মো: ফয়সাল। বক্তারা মহান মুক্তিযুদ্ধের শহীদদের শ্রদ্ধা জানানোর পাশাপাশি মুক্তিযুদ্ধের চেতনা দৈনন্দিন জীবনে চর্চা করার গুরুত্ব আরোপ করেন। সভার সভাপতি তার বক্তব্যে দেশ গঠনে তরুনদের এগিয়ে আসার আহবান জানান। তিনি বলেন, নিজ নিজ দায়িত্ব পালন করার মাধম্যে দেশ প্রেম নিজের মধ্যে ধারন করতে হবে এবং সকলের ছোট ছোট অবদানে দেশকে সোনার বাংলায় পরিনত করা সম্ভব। আস্থা ফাউন্ডেশন সকলকে দেশের জন্য কাজ করার সকলকে সুযোগ করে দিচ্ছে। তরুনদের আস্থা ফাউন্ডেশনের সাথে কাজ করার আহবান জানান তিনি।
পরে মুক্তিযুদ্ধের মহান শহীদদের আত্মার মাগরিফাত কামনা করে দোয়া পরিচালনা করেন সাধরন সদস্য নাজির হোছাইন হেলালী।