গত ২৮ অক্টোবর ২০২৩ আস্থা ফাউন্ডেশন’র বিশেষ মাসিক সভা অনুষ্টিত হয়েছে। সংস্থার কক্সবাজারস্থ প্রধান কার্যালয়ে অনুষ্টিত সভায় সভাপতিত্ব করেন সংস্থার সাধারণ সম্পাদক ইয়াছিন আরাফাত। অন্যান্যদের মধ্যে নিবার্হী কমিটির সদস্যগণ, সংস্থার আজীবন, সাধারন ও সহযোগী সদস্যগণ উপস্থিত ছিলেন।
সভায় সম্প্রতি কক্সবাজারের উপর দিয়ে বয়ে যাওয়া ঘূর্ণিঝড় ”হামুন” এর ক্ষয়ক্ষতি নিয়ে আলোচনা করা হয় এবং ক্ষতিগ্রস্থদের সহায়তায় প্রকল্প গ্রহণে কমিটি গঠন করা হয়।
এছাড়াও আগামী বার্ষিক সাধারণ সভা আয়োজন, অডিট কমিটি গঠন, বার্ষিক কার্য-বিবরনী প্রনয়নের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভার সভাপতি সহোদয়ের ধন্যবাদ বক্তব্যের মাধ্যমে বিশেষ মাসিক সভা সমাপ্ত হয়।