• Call: 01629089706
  • Email: contact@astafoundation.org
আস্থা ফাউন্ডেশন’র উদ্যোগে জাতীয় যুব দিবস উদযাপন
November 1, 2023
আস্থা ফাউন্ডেশন’র উদ্যোগে জাতীয় যুব দিবস উদযাপন

 

‘স্মার্ট যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’এই প্রতিপাদ্যকে সামনে রেখে আস্থা ফাইন্ডেশন জাতীয় যুব দিবস উদযাপন করেছে। কক্সবাজার জেলা প্রশাসন ও জেলা যুব উন্নয়ন অধিদপ্তর আয়োজিত জাতীয় যুব দিবসের যৌথ অনুষ্টানমালায় আস্থা ফাউন্ডেশন অংশগ্রহন করে ও পৃথক অনুষ্টান আয়োজন করে। উক্ত অনুষ্টানমালায় ছিল র‌্যালী ও আলোচনা সভা। জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক জনাব মো: মোয়াজ্জেম হোসেন এর সভাপতিত্বে অনুষ্টিত সভায় প্রধান অতিথি ছিলেন কক্সবাজারের মান্যবর জেলা প্রশাসক জনাব, মুহম্মদ শাহীন ইমরান, বিশেষ অতিথি ছিলেন কক্মজাজার জেলা পুলিশ মুপার জনাব, মো: মাহফুজুল ইসলাম(পিপিএম-বার)। অনুষ্ঠানে আস্থা ফাউন্ডেশন এর পক্ষ থেকে সহযোগী সদস্য মো: মাইমুনুল ইসলাম বক্তব্য রাখেন।

২০৪১ সালে বাংলাদেশ উন্নত দেশে পরিণত করার যে প্রত্যয়ে এগিয়ে চলেছে দেশ, এই অগ্রযাত্রায় কাণ্ডারি হবে দেশের যুবসমাজ। সেই অগ্রযাত্রার জন্য উপযুক্ত যুব সমাজ গঠনে কাজ করছে আস্থা ফাউন্ডেশন। স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার জন্য স্মার্ট যুব সমাজ গড়ে তোলার জন্য আস্থা ফাউন্ডেশন পরিচালনা করছে Building SMART YOUTH for Sustainable Development” প্রকল্প।

প্রসঙ্গত, আস্থা ফাউন্ডেশন দেশের পিছিয়ে পড়া জনগোষ্টি বিশেষ করে যুবক,নারী ও শিশুদের নিয়ে কাজ করছে।